২১ জুলাইয়ের যন্ত্রণার স্মৃতি এখনও তাজা: শহিদের শ্রদ্ধা জানিয়ে টুইট অভিষেকের

0
3

শহিদ দিবসে টুইটে তেরোজন শহিদকে শ্রদ্ধা জানান তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) তিনি লেখেন,

“১৯৯৩ সালের ২১ জুলাইয়ের যন্ত্রণার স্মৃতি এখনও আমাদের মনে তাজা। তত্‍কালীন সরকারের অমানবিক নিষ্ঠুরতার শিকার হয়েছিলেন ১৩ জন কর্মী। কোনওদিনও তা ভোলা যাবে না। তাঁদের আত্মবলিদানের জন্য শহিদ দিবসে আমি তাঁদের আন্তরিক শ্রদ্ধা জানাই”

বরাবরই তৃণমূলের কর্মীদের প্রতি শ্রদ্ধাশীল অভিষেক। বারবার তিনি বলেছেন, কর্মীরাই দলের সম্পদ। বিধানসভা নির্বাচনের পর বড় দায়িত্ব পেয়েও প্রথম তিনি তাঁদের শ্রদ্ধা-কুর্নিশ জানিয়েছিলেন। ২১ শে জুলাই শহিদ স্মরণ করে সেই আত্মত্যাগকে সম্মান জানালেন তিনি।

আরও পড়ুন:অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলবে তৃণমূল: শহিদ স্মরণে টুইটে লিখলেন মমতা