একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নবরূপে দৈনিক ‘জাগো বাংলা’ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।
বাংলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে এদিন নেত্রীর ভার্চুয়াল (Virtual) ভাষণ সম্প্রচারিত হয়। একই সঙ্গে দৈনিক ‘জাগো বাংলা’র (Jago Bangla) প্রকাশ করেন তিনি। এই দৈনিকের মাধ্যমে তাঁর বার্তা এবং কর্মসূচি বাংলার মানুষের কাছে পৌঁছে যাবে বলে আশাবাদী মমতা।
‘জাগো বাংলা’-র মাধ্যমে নেত্রীর চিন্তাধারা তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়বে বলে আশাবাদী তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। নবরূপে দৈনিক ‘জাগো বাংলা’কে স্বাগত জানানোর পাশাপাশি তিনি অভিনন্দন ও ধন্যবাদ জানান টিম ‘জাগো বাংলা’কে।
রাজ্য-দেশ-বিদেশ-খেলা-বিনোদন জগতের টাটকা সব খবর, তৃণমূলের কর্মসূচি, দিল্লি দরবার, দেশবিদেশ, আমার বাংলা, খেলা, স্বাস্থ্য, ভ্রমণ-সহ নানা বিভাগ থাকছে এই দৈনিককে। বৃহস্পতিবার থেকে কলকাতার স্টলে স্টলে পাওয়া যাবে।
‘জাগো বাংলা’ পড়া যাবে :
www.jagobangla.in

আরও পড়ুন- কেন্দ্রে অশুভ শক্তিকে বিনাশের ডাক, তৃণমূল ভবনে শহিদ দিবস পালন যুব সভানেত্রী সায়নীর



































































































































