আফগানিস্তানের(Afghanistan) মাটিতে ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকীর(Danish Siddiqui) মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করলেও মৃত্যুর দায় নেয়নি তালিবান(Taliban)। উল্টে জানানো হয় সাংবাদিকদের যুদ্ধক্ষেত্রে প্রবেশের আগে জানিয়ে ঢোকা উচিত। তবে এবার সম্পূর্ণ ভিন্ন দাবি করল তালিবানের এক সেনা কমান্ডার। জানানো হয়েছে, দানিশকে শুধুমাত্র গুলি করেই ক্ষান্ত হয়নি তালিবান জঙ্গিরা(taliban terrorist)। গাড়ির চাকায় থেঁতলে দেওয়া হয় তাঁর মাথা। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই পৈশাচিক ঘটনার বর্ণনা দিতে দেখা গেল তালিবান কমান্ডার বিলাল আহমেদকে(Bilal Ahmed)।
ওই তালিবান কমান্ডার জানায়, ভারতীয় সংবাদিক দানিশ সিদ্দিকীকে গুলি করে হত্যা করেই ক্ষান্ত হয়নি তালিবান। নৃশংস আচরণ করা হয় তাঁর মৃতদেহের সঙ্গে। দানিশের মৃতদেহ গাড়ির তলায় রেখে থেঁতলে দেওয়া হয় তাঁর মাথা। কিন্তু কেন এই নৃশংস আচরণ? এ প্রসঙ্গে বিলাল বলেন, ‘দানিশের অপরাধ একটাই। দানিশ ভারতীয়। এবং ভারতীয়দের তালিবানরা ঘৃণা করে।’
আরও পড়ুন:দিল্লিতে মমতার ভাষণ শুনতে উপস্থিত চিদাম্বরম-শরদ পাওয়ারের মতো শীর্ষ নেতৃত্ব
উল্লেখ্য, সংবাদসংস্থা রয়টার্সের হয়ে পেশার খাতিরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্থানের স্পিন বলদাক এলাকায় কাজ করছিলেন দানিশ। মাঝমধ্যেই আফগান সেনা-তালিবানদের সংঘর্ষের ছবি, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ছবি তুলেও পাঠাচ্ছিলেন। তবে সম্প্রতি সেনা ও তালিবানের সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয় পুলিৎজার জয়ী সাংবাদিক দানিশের। তবে এই ঘটনায় তালিবানের তরফ স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ওই সাংবাদিকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিষয়ে তারা কিছু জানে না। যদিও তালিবান কমান্ডার বিলাল আহমেদের বক্তব্যে প্রকাশ্যে এলো অন্য কথা।














































































































































