লক্ষ্য ২০২৪ (target 2024) । আজ দেশজুড়ে একটাই স্লোগান বিজেপি হঠাও দেশ বাঁচাও। আজ একুশে জুলাই(21 July Shahid divas) শহিদ তর্পনের মুহূর্তে একটাই অঙ্গীকার , একটাই প্রতিশ্রুতি । লক্ষ্য ২০২৪। বিজেপির অপশাসন থেকে দেশের শাপমুক্তি। বাংলার নেত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অপেক্ষায় সারা দেশ। আজ শহিদ দিবসের দিনেে তাই দেশজুড়ে একটাই প্রতিশ্রুতি , একটাই অঙ্গীকার একটাই স্লোগান ..বিজেপি হঠাও দেশ বাঁচাও।
করোনা আবহে তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবস এবার ভার্চুয়ালে। কলকাতা থেকে জেলা থেকে দেশ… সম্পূর্ণ হয়েছে শহিদ দিবস পালনের চূড়ান্ত প্রস্তুতি। শহিদ দিবস উপলক্ষ্যে আজ ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতিবছরের মতো এদিনও ধর্মতলায় পালিত হল তৃণমূলের শহিদ দিবস কর্মসূচি। এখানেই প্রতি বছর শহিদ দিবসের কর্মসূচি পালন করে তৃণমূল । এবার করোনা আবহে অনুষ্ঠান ছিল সংক্ষিপ্ত । তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম সহ দলের নেতারা। পার্থ চট্টোপাধ্যায় তাঁর ভাষণে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার অপেক্ষায় দেশ। শহিদদের বলিদান ব্যর্থ হওয়ার নয়। সুব্রত বক্সি বললেন, আমাদের লক্ষ্য ২০২৪ (target 2024) । আজ দেশজুড়ে একটাই স্লোগান বিজেপি হঠাও , দেশ বাঁচাও। আজ একুশে জুলাই(21 July Shahid divas) শহিদ তর্পনের মুহূর্তে একটাই অঙ্গীকার একটাই প্রতিশ্রুতি । লক্ষ্য ২০২৪। বিজেপির অপশাসন থেকে দেশের শাপমুক্তি ঘটবেই। আর তা হবে বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে। এদিন রাজ্যের পাশাপাশি, দলনেত্রীর বক্তব্যকে সর্বভারতীয় স্তরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে তৃণমূল।