আদালতের অনুমতি ছাড়া উচ্চ প্রাথমিকে নিয়োগ নয়। নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের (KOLKATA HIGH COURT) ডিভিশন বেঞ্চের। নয়া নির্দেশ অনুযায়ী, ইন্টারভিউ নিয়ে আপতত কোনও বাধা নেই। তৈরি রাখতে হবে প্যানেলও। যে প্রার্থীরা ইন্টারভিউয়ে (INTERVIEW) ডাক পাবেন তাঁদের স্বচ্ছ তথ্যভান্ডার রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। এমনকী, যাঁরা ইন্টারভিউয়ে পাননি তাঁদের তথ্য ভান্ডার তৈরি করাতে বলেছে হাইকোর্ট।
আরও পড়ুন:পেগাসাস নিয়ে আলোচনা না হলে সংসদ অচল করে দেব: হুঁশিয়ারি ডেরেক-মহুয়ার
এর পাশাপাশি, অভিযোগকারী প্রার্থীদের নিয়ে তথ্য ভান্ডার তৈরি করতে হবে। সমস্ত তথ্য ভান্ডার তৈরি করে হাইকোর্টে পেশ করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।