মনোরঞ্জন ভট্টাচার্য, সুকুমার সমাজপতিদের মূল চুক্তিপত্র দেখার আমন্ত্রণ জানাল ইস্টবেঙ্গল কর্তারা

0
3

এবার প্রাক্তন খেলোয়াড়দের শ্রী সিমেন্টের মূল চুক্তিপত্র দেখার আমন্ত্রণ জানাল ইস্টবেঙ্গল কর্তারা। গত শুক্রবার ইনভেস্টোর কোম্পানি শ্রী সিমেন্টের ফাইনাল এগ্রিমেন্টে সই না করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই সমর্থকদের মধ্যে বিক্ষোভের ঝড় ওঠে। এই নিয়ে সংবাদমাধ্যমে কর্মকর্তাদের বিরোধীতা করেন বেশ কিছু প্রাক্তন খেলোয়াড়রাও। আর সেই কারণে এবার প্রাক্তন খেলোয়াড়দের মূল চুক্তিপত্র দেখানোর সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব।

মঙ্গলবার বিশেষ বৈঠকে বসে ইস্টবেঙ্গলের কার্যকরী সমিতি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, ফাইনাল এগ্রিমেন্টের চুক্তিপত্র দেখানোর জন্য আমন্ত্রণ জানানো হবে সকল প্রাক্তন ইস্টবেঙ্গল খেলোয়াড়দের। এর জন্য বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে মনোরঞ্জন ভট্টাচার্য, সম্বরণ বন্দোপাধ‍্যায়, সুকুমার সমাজপতি ও চন্দন বন্দোপধ‍্যায়কে।

আরও পড়ুন:করোনার জের: বাতিল হতে পারে টোকিও অলিম্পিক্স, ইঙ্গিত অলিম্পিক্স আয়োজক কমিটির প্রধানের