একই দিনে দুটি চিতাবাঘের পচাগলা দেহ মিলল ডুয়ার্সে

0
1

একই দিনে কযেক ঘণ্টার ব্যবধানে দুটি চিতাবাঘের পচাগলা দেহ উদ্ধার হয়েছে ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমায়। একটি চিতাবাঘের দেহ সকালের দিকে উদ্ধার হয়েছে মালবাজারের গুড হোপ চা বাগান এলাকায়। দ্বিতীয়টির দেহ মিলেছে লাগোয়া মেটেলি ব্লকের আইভিল চা বাগানে। চিতাবাঘ দুটিকে বিষ মেশানো খাবার খাইয়ে মারা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বেশ কিছু দিন ধরেই চিতাবাঘের উপদ্রব চলছিল। কয়েকবার খাঁচাও পাতা হয়। কিন্তু লাভ হয়নি।

বন দফতর জানিয়েছে, গুড হোপ এলাকায় উদ্ধার হওয়া চিতাবাঘের দেহটি পূর্ণবয়স্ক পুরুষের। দ্বিতীয়টি স্ত্রী চিতাবাঘের। সেটিও পূর্ণবয়স্ক। চোরাশিকারিদের হাত রয়েছে কি না তাও তদন্ত করছে বন দফতর। তবে ওই এলাকায় বন দফতরের একাংশের নজরদারি ঢিলেঢালা বলে অভিযোগ করেছেন পরিবেশপ্রেমীদের অনেকেই।