প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। করোনা অতিমারীরর জেরে নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,” গত বছরে পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। এবছর ১০০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। এর মধ্যে ৭৯ জন পরীক্ষার্থী ৬৯৭ পেয়েছে।”
পর্ষদের সভাপতি আরও জানিয়েছেন, পরীক্ষার্থীদের যদি মার্কশিটের নম্বর পছন্দ না হয় তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বিবেচিত হবে। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই ফল জানা যাবে।
আরও পড়ুন-রেকর্ড মাধ্যমিকে! এবছর পাশ করেছে ১০০ শতাংশ পরীক্ষার্থীই, সর্বোচ্চ নম্বর ৬৯৭
কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চলতি বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৭৫০। এ বছর ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এ বছর অনেকটাই বেশি।












































































































































