করোনার জের: বাতিল হতে পারে টোকিও অলিম্পিক্স, ইঙ্গিত অলিম্পিক্স আয়োজক কমিটির প্রধানের

0
2

করোনার ( corona) জের: বাতিল হতে পারে টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics)। মঙ্গলবার এমনটাই ইঙ্গিত দিলেন অলিম্পিক্স আয়োজক কমিটির প্রধান তোশিরো মুতো( toshiro muto)।

হাতে মাত্র দুটো দিন। তারপরই শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক্স। কিন্তু শুরুর আগেই গেমস ভিলেজে বাড়ছে করোনার সংক্রমণ। ইতিমধ্যেই অলিম্পিক্সে করোনার আক্রান্তের সংখ‍্যা ৬৭। তাই পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে শেষ মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে বিশ্বের এই মেগা টুর্নামেন্ট। মঙ্গলবার এমনটাই ইঙ্গিত অলিম্পিক্স আয়োজক কমিটির প্রধান তোশিরো মুতো।

তবে এই মুহূর্তে গোটা পরিস্থিতির উপর নজর রেখে চলছে আয়োজক কমিটি। প্রয়োজনে এ নিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন মুতো।

আরও পড়ুন:অলিম্পিক্সের জন‍্য পিভি সিন্ধু, মেরিকমদের শুভেচ্ছাবার্তা সচিন তেন্ডুলকর, অশ্বিনদের