২৩ তারিখ থেকে শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics)। তবে তার আগে করোনার( corona) থাবায় জর্জরিত বিশ্বের এই মেগা টুর্নামেন্ট। তবে এরই মাঝে এই টুর্নামেন্ট নামতে চলেছে প্রতিযোগিরা। মঙ্গলবার ভারতীয় প্রতিযোগিদের জন্য শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকার( sachin tendulkar) , জীবমিলখা সিং( jeev milkha singh), ভারতীয় দলে অন্যতম বোলার রবিচন্দ্রন অশ্বিনরা( ravichandran ashwin)।
এদিন বিসিসিআইয়ের টুইটারে সচিন একটি ভিডিও পোস্টে বলেন,”আমরা প্রত্যেকেই জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হই। আমাদের অ্যাথলিটরাও হন। সেই চ্যালেঞ্জকে জবাব দিয়ে টোকিও অলিম্পিকে নিজের সেরা পারফরম্যান্স দিও। চিয়ার ফর ইন্ডিয়া।”
The legendary @sachin_rt is cheering for our Indian athletes at @Tokyo2020 👍 👍
Let's join him & #Cheer4India 🇮🇳 👏 👏@IndiaSports | @Media_SAI | @WeAreTeamIndia pic.twitter.com/6Rc0N0bVlq
— BCCI (@BCCI) July 19, 2021
বিসিসিআই তাদের ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করেন সেখানে অশ্বিন এবং ঝুলন গোস্বামীরা শুভেচ্ছা জানিয়েছেন পিভি সিন্ধু, মেরিকমদের। সেখান অশ্বিন বলেন,” বিশ্বের সেরা স্পোর্টিং ইভেন্টের জন্য মঞ্চ তৈরি। এগিয়ে যাও ভারত।”
The ace #TeamIndia off-spinner @ashwinravi99 is cheering for our athletes at @Tokyo2020. 👍 👍
Let's join him & #Cheer4India 🇮🇳 👏 👏@IndiaSports | @Media_SAI | @WeAreTeamIndia pic.twitter.com/ehJpiEYwBx
— BCCI (@BCCI) July 20, 2021
ঝুলন গোস্বামী বলেন,” যখন গোটা ভারতবাসীর বিশ্বাস থাকবে, তখন অলিম্পিকে ভারতের পারফরম্যান্স দারুণ হবে।”
.@JhulanG10 shows her support for our athletes at @Tokyo2020. 👏👏
Let us all come together & #Cheer4India 🇮🇳 👍 👍@IndiaSports | @Media_SAI | @WeAreTeamIndia pic.twitter.com/FoqxaWXrU5
— BCCI (@BCCI) July 19, 2021
প্রয়াত মিলখা সিং এর পুত্র গল্ফার জীব মিলখা সিং ভারতীয় প্রতিযোগিদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,” যাঁরা এবার টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তাঁদের সবাইকে শুভেছা। আমার মতে সাফল্যের মূল চাবিকাঠি হল, নিজের উপর বিশ্বাস রাখা। তোমরা ভারতের গর্ব। জয় হিন্দ।”
It’s the pinnacle of sports. I know how much it means to all sportspersons to represent their country in the @Olympics.
Dad would always get goosebumps talking about Olympic.
All the best. The country is rooting or you.#Cheer4India @ianuragthakur @KirenRijiju @IndiaSports pic.twitter.com/gjdItPfq83
— Jeev Milkha Singh (@JeevMilkhaSingh) July 19, 2021
আরও পড়ুন:করোনার থাবায় জর্জরিত টোকিও অলিম্পিক্স, আলাদা বায়োবাবলে টিম অস্ট্রেলিয়া