কাল 21 জুলাই Mamata Banerjeeর ভাষণের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। বিধানসভায় তৃণমূলের বিপুল জয়ের পর এবার দিল্লির দরবারে মমতার গুরুত্ব অপরিসীম। 26 জুলাই দিল্লি যাচ্ছেন তিনি। নানারকম বৈঠক হবে। তার আগে বুধবারের সভা। সারা বাংলা তো বটেই, বিজেপির গড় বলে পরিচিত অন্য বহু রাজ্যেও এবার মমতার ভাষণ প্রদর্শনের চাহিদা প্রবল। এর মধ্যেই বুধবারই দলের মুখপত্র ‘Jago Bangla’ দৈনিক হচ্ছে। e-paper দেখবে সারা বিশ্ব। স্বয়ং নেত্রী উদ্বোধন করবেন। সঙ্গে জানাবেন মুদ্রিত কাগজ কবে থেকে পর্যায়ক্রমে নানা জায়গায় বাংলার মানুষ হাতে পাবেন। উদ্বোধন হবে ওয়েবসাইটেরও। বস্তুত নেত্রীর ভাষণকে ঘিরে উদ্দীপনা সর্বত্র।
আরও পড়ুন:পর্ন ফিল্ম তৈরির অভিযোগে গ্রেফতার শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা













































































































































