দেশের তুলনায় বাংলায় বেকারত্বের হার কম, সংসদে দেওয়া শ্রম মন্ত্রকের রিপোর্ট প্রকাশ

0
3

করোনা পরিস্থিতিতে(covid situation) হুড়মুড়িয়ে বেড়েছে দেশে বেকারত্বের হার। কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এ পরিস্থিতিতে সোমবার সংসদে(parliament) দেশে বেকারত্বের রিপোর্ট পেশ করল শ্রম মন্ত্রক(labour ministry)। যেখানে দেখা গেল গোটা দেশে গড় বেকারত্বের তুলনায় বাংলায়(West Bengal) বেকারত্বের(unemployment) হার অনেকটাই কম।

আরও পড়ুন:২১ জুলাইয়ের ছবির কোলাজ নিয়ে শহরের বুকে ট্রাম যাত্রা

সোমবার লোকসভায় গোটা দেশের বেকারত্বের লিখিত রিপোর্ট জমা দেওয়া হয় শ্রম মন্ত্রকের তরফে। রিপোর্টে দেখা গিয়েছে, ২০১৮-১৯ অর্থনৈতিক বছরে গোটা দেশে বেকারত্বের হার ৫.৮ শতাংশ। যে রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে ওই আর্থিক বছরে দেশে ১০০ জন মানুষের মধ্যে ৬ জন বেকার। কেন্দ্রের প্রকাশিত রিপোর্টের ভিত্তিতেই জানা গেল, দেশে বেকারত্বের হারের তুলনায় পশ্চিমবঙ্গের বেকারত্বের হার অনেকটাই কম। তথ্য বলছে, ২০১৮-১৯ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ছিল মাত্র ৩.৮ শতাংশ। অর্থাৎ বলাই যায় দেশের সার্বিক বেকারত্ব পরিস্থিতির তুলনায় বাংলায় বেকারত্ব অনেকটাই কম।

সোমবার সংসদের রিপোর্ট পেশ করার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান, করোনা পরিস্থিতির কারণে দেশে যেভাবে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে সেই পরিস্থিতি সামাল দিতে সরকার যথেষ্ট উদ্যোগ নিচ্ছে। গোটা দেশে কাজের সুযোগ তৈরি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।