ছেলের স্মৃতিতে দান: ‘টিব্যাক’-কে হাতে একলক্ষ টাকার চেক দিলেন অনিরুদ্ধর বাবা

0
1

ছেলের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিলেন বাবা। স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের অগ্নিকাণ্ডে মৃত্যু হয় দমকল কর্মী তথা টাকি হাউজ স্কুলের (Taki House School)প্রাক্তনী অনিরুদ্ধ জানার (Aniruddha Jana)। এই স্কুল থেকেই ২০০৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন অনিরুদ্ধ। সোমবার, সেই স্কুলেই প্রাক্তনীদের সংগঠন ‘টিব্যাক’-এর হাতে একলক্ষ চেক তুলে দেন অনিরুদ্ধর বাবা মোহনলাল জানা (Mo0hanlal Jana)। এই অর্থ দুঃস্থ, মেধাবী ছাত্রদের সাহায্যে ব্যয় হবে।

টাকি বয়েজের প্রধান শিক্ষিকা তথা প্রাক্তনীদের সংগঠনের প্রেসিডেন্ট স্বাগতা বসাক (Swagata Basak) এই চেক গ্রহণ করেন। ছিলেন, টিব্যাকের কার্যকরী সভাপতি বিশ্বজিৎ সেনগুপ্ত, সহ-সম্পাদক অয়নাভ বন্দ্যোপাধ্যায়। তাঁরা জানান, এই অর্থ অনিরুদ্ধর স্মৃতিতে ব্যয় করা হবে।

আরও পড়ুন:অনুমতি ছাড়া উচ্চ প্রাথমিকে নিয়োগ নয়: নয়া নির্দেশ ডিভিশন বেঞ্চের

বরাবরই ডাকাবুকো স্বভাবের ছেলে অনিরুদ্ধ। ছোট থেকেই এলাকায় খুবই জনপ্রিয় ছিল। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তো। টাকি স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়েছে। প্রিয় প্রাক্তন ছাত্র অনিরুদ্ধর মৃত্যুতে শোকাহত তাঁর স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।