৪০ কোটি মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি, তৃতীয় ঢেউয়ের আগে উদ্বেগ বাড়াচ্ছে সমীক্ষা

0
2

মাত্র দুই তৃতীয়াংশ মানুষের শরীরে অ্যান্টিবডি(antibody) তৈরি হয়েছে। বাকি বহু সংখ্যক মানুষ অরক্ষিত অবস্থায় রয়েছে। করোনার তৃতীয় ধারার সংখ্যা যখন প্রবল হচ্ছে ঠিক সেই সময়েই এমন রিপোর্ট প্রকাশ্যে আনলো সেরো সার্ভে(saro survey)। অ্যান্টিবডি বিহীন অরক্ষিত এই মানুষের সংখ্যাটা প্রায় ৪০ কোটি।

জানা গিয়েছে, জাতীয়স্তরে জুন-জুলাই মাসে ৭০টি জেলা থেকে তথ্য সংগ্রহ করেছিল সেরো সার্ভে। ৬-১৭ বছর বয়সীদের মধ্যেও এই সমীক্ষা করা হয়। রিপোর্ট প্রকাশ্যে আসার পর আইসিএমআরের ডিজি ডক্টর বলরাম ভার্গভ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বলেন, ‘দেশের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। বাকি ৪০ কোটি মানুষ এখনও বিপদজনক পর্যায়ে রয়েছেন। পাশাপাশি এই সমীক্ষায় দেখা গিয়েছে ৬-১৭ বছর বয়সীদের মধ্যে অর্ধেকেরও বেশি নাবালকরা সেরো পজিটিভ। অর্থাৎ তাদের শরীরে কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপযোগী অ্যান্টিবডি রয়েছে।

আরও পড়ুন:পুলিশকে হুমকি, বিধি ভেঙে সভা: শুভেন্দুর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের জেলা পুলিশের

রিপোর্ট প্রকাশ্যে আসার পর নীতি আয়োগ কর্তা ডঃ ভিকে পাল বলেন, ‘আমাদের ৪০ কোটি মানুষ এখনও বিপজ্জনক জায়গায় রয়েছে। আমরা আর কোনও ঝুঁকি নিতে পারি না। আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমাদের কোভিড বিধি যথাযথ মানতেই হবে।’ সাম্প্রতিক সেরো পজিটিভিটি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ৬-৯ বছর বয়সীদের মধ্যে হার ১০ শতাংশ, ১০-১৭ বছর বয়সীদের মধ্যে ২০ শতাংশ ও ১৮ বছর বয়সীদের ৭০ শতাংশ।