পঞ্চাশবার রক্তদান করার নজির স্থাপন কৃষ্ণেন্দুর

0
2

অভিনন্দন গোস্বামী : শ্রীরামপুর আইএমএ ভবনে এক স্বেচ্ছায় রক্তদান আয়োজন করা হয়। আইএমএ, শ্রীরামপুর শাখার উদ্যোগে ও স্বাস্থ্য ভাবনা ওয়েলফেয়ার সোসাইটি, শ্রীরামপুর মহকুমা শিশু উৎসব সমিতি, সুরাঙ্গন-অভিজ্ঞান ও সেন্ট্রাল ড্যান্স অ্যাকাডেমি অব শ্রীরামপুরের সহযোগিতায়।

 

আরও পড়ুন : আকাশপথে কলকাতায় আসতে গেলে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক, সিদ্ধান্ত নবান্নের

এদের মধ্যে ৮ জন মহিলা ও ১৬ জন পুরুষ ছিলেন। তিনজন প্রথমবার রক্তদান করেন।  সেখানে কৃষ্ণেন্দু নামের এক ব্যক্তি এই  শিবিরে এসে পঞ্চাশবার রক্তদান করার নজির স্থাপন করেন। শ্রীরামপুরের বিধায়ক ডা. সুদীপ্ত রায় উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন শিবিরের উদ্যোক্তা আইএমএ, শ্রীরামপুর শাখার সভাপতি চিকিৎসক প্রদীপ কুমার দাস সহ বিশিষ্টজনেরা।