এবার সারা দেশে দেবাংশুর “খেলা হবে”, লোকসভার আগেই হিন্দি এডিশন

0
1

একুশের নির্বাচনের আগে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল ‘খেলা হবে’ স্লোগান। এবং তা নিয়ে গান তৈরি হয়। গান বেঁধেছিলেন দলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। এমনকি একাধিক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও এই স্লোগান বারবার শোনা গেছে। সেই ‘খেলা হবে’ ঝড়ে একুশের নির্বাচনে উড়ে গিয়েছে বিজেপি। বাংলায় খেলা জেতার পর এবার বড় ময়দানে ‘জাতীয় খেলা’। বড় খেলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তারই অংশ হিসেবে আসতে চলেছে ‘খেলা হবে’ স্লোগানের হিন্দি সংস্করণ। ইতিমধ্যেই হিন্দিতে গান লেখার কাজও শুরু করে দিয়েছেন দেবাংশু। অর্থাৎ জাতীয় ক্ষেত্রে এই স্লোগানকে ব্যবহার করা হবে ২০২৪ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে।

‘খেলা হবে’-এর হিন্দি সংস্করণ প্রসঙ্গে দেবাংশু বলেন, ‘হিন্দি আমার মাতৃভাষা নয় তাই লিখতে সময় লাগছে। দরকারে অন্যদের সাহায্যও নেব। ইচ্ছে আছে ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ প্রকাশ করব। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি থাকবে গানে। আশা করব দেশবাসী গ্রহণ করবেন।’ তিনি আরও বলেন,’বাংলার মাটিতে খেলা হবে সফল হতে দেখেছেন, গোটা দেশের মানুষের মুখে মুখেও এবার ঘুরবে খেলা হবে। স্রষ্টা হিসেবে এ আমার বিশ্বাস।’

‘কবজি যদি শক্তিশালী, মাঠেই আছেন লড়নেওয়ালি, বন্ধু বলো আসছ কবে, খেলা খেলা খেলা হবে।’ তৃণমূল সূত্রে খবর ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে ‘খেলা হবে’ হিন্দি এডিশন বাজারে আসবে। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। গোটা দেশের মানুষকে বিজেপির বিরুদ্ধে একজোট করতে তৃণমূলের বড় হাতিয়ার হতে চলেছে ‘খেলা হবে’-র হিন্দি সংস্করণ। সেই পথেই এগোনর চেষ্টা করছে তৃণমূল শিবির। ত্রিপুরাতেও খেলা হই গান জনপ্রিয়তা পাচ্ছে। উত্তরপ্রদেশেও ঘুরে ফিরে আসছে খেলা হবে।

আরও পড়ুন- বাংলায় বিজেপির বিপর্যয়: ‘আত্মতুষ্টি’ ইস্যুতে শুভেন্দুর বিরুদ্ধে তোপ কুণালের