৮ বছরের অংক ১ ঘণ্টায় শেষ, সুপারকম্পিউটার বানালো চিন

0
1

যে গাণিতিক জটিলতার জট খুলতে লেগে যায় অন্তত ৮ বছর, মাত্র ৭০ মিনিটে তা সম্পন্ন করে ফেলতে পারছে অত্যাধুনিক কম্পিউটার(supercomputer)। বিশ্বের মধ্যে দ্রুততম এমনই সুপার কম্পিউটার বানিয়ে ফেলল চিন(China)। ৬৬ কিউবিটের এই দ্রুততম সুপারকম্পিউটারের নাম দেওয়া হয়েছে ‘জুশংসি'(jusangsee)।

জানা গিয়েছে, দ্বিতীয় পর্যায়ে পেরিয়ে চিনের নয়া এই আবিষ্কারের গবেষণাপত্রটি এখন আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশের অপেক্ষায়। ওই গবেষণাপত্রে জানানো হয়েছে, গুগলের ৫৪ কিউবিটের সাইকামোর কোয়ান্টাম কম্পিউটার যে ধরনের জটিলতম গাণিতিক সমস্যার জট খুলতে পারদর্শী, জুশংসি তার চেয়ে ১ হাজার গুণ জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পেরেছে এক ঘণ্টার একটু বেশি সময়ে, মাত্র ৭০ মিনিটে। বিজ্ঞানীদের দাবি, এই অত্যাধুনিক কম্পিউটার যেকোন সমস্যার জট অনেক দ্রুত গতিতে খুলে ফেলতে সক্ষম। একই সঙ্গে কোনও জটিল গাণিতিক সমস্যার সমাধান বহুগুণ কম সময়ে সম্পন্ন করার ক্ষমতা রয়েছে জুশংসির।

আরও পড়ুন:ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে বিশেষ সম্মান Google-এর

এই আবিষ্কার প্রসঙ্গে ইম্পিরিয়াল কলেজ লন্ডনের পদার্থবিদ পিটার নাইট বলেছেন, “চিনের গবেষকরা যে অসাধ্য সাধন করেছে সেটা মানতেই হবে। এত দ্রুত আমরা এমন সুপার কম্পিউটার বানিয়ে ফেলতে পারব আমি অন্তত আশা করিনি। নয়া এই আবিষ্কার জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞানের পাশাপাশি মানুষেরও কাজে লাগতে শুরু করবে হয়তো আর কয়েক বছর পর থেকেই।”