জেইই মেইন ২০২১ (JEE Main 2021 Exam)-এর সূচিতে আবারও বদল আনল কেন্দ্র। জেইই-এর চতুর্থ দফার পরীক্ষা ২৬ অগস্ট, ২৭ অগস্ট ও ৩১ অগস্ট এবং ১ সেপ্টেম্বর ও ২ সেপ্টেম্বর নেওয়া হবে। বৃহস্পতিবার টুইটারে একথা জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
এর আগে ২৭ জুলাই থেকে ২ অগস্ট পর্যন্ত চতুর্থ দফার পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার্থীদের সুবিদার্থেই তা ফের বদলানো হল।আগামী ২০ জুলাই থেকেই শুরু হবে তৃতীয় দফার পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার জন্যই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)কে তৃতীয় ও চতুর্থ দফার মধ্যে চার সপ্তাহের ব্যবধান রাখার কথা বলা হয়েছে বলে জানা গেছে।
দেশের ৩৩৪টি শহরে অনলাইন মোডে এই পরীক্ষা নেওয়া হবে। অ্যাডমিট কার্ড নিয়ে কারও কোনও সমস্যা হলে ০১১৪০৭৫৯০০০ নম্বরে যোগাযোগ করা যাবে। ইতিমধ্যেই ৭.৩২ লক্ষ পরীক্ষার্থী জেইই মেইনের চতুর্থ দফায় পরীক্ষার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছে। এই দফায় নাম রেজিস্ট্রেশনের সময়সীমাও বাড়ানো হয়েছে। নাম নথিভুক্ত প্রক্রিয়া চলছে। ২০ জুলাই পর্যন্ত তা চলবে।
































































































































