মুখে নয় পায়ে ঝুলছে মাস্ক, উত্তরাখণ্ডের মন্ত্রীর কীর্তি এখন ভাইরাল

0
1

করোনা বিধি (covid protocol) মেনে মাস্ক (mask) তিনি পরেছেন। কিন্তু সেটা মুখে নয় পায়। আর এই অবস্থায় দিব্যি দাপট দেখিয়ে তিনি মিটিং করে যাচ্ছেন। আর সোশ্যাল মিডিয়ার (viral video in social media) দৌলতে এই ছবি এবং ভিডিও ভাইরাল হতে বেশিক্ষণ লাগেনি। মুহূর্তের মধ্যেই দেশজুড়ে শুরু হয়ে যায় সমালোচনা এবং নিন্দার ঝড়। উত্তরাখণ্ডের মন্ত্রীর মাস্কহীন মুখ এখন ভাইরাল। যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) সবচেয়ে যে বিষয়টা চর্চা হচ্ছে তা হল, মন্ত্রীর মুখে মাস্ক না থাকলেও তা আছে পায়ে। পায়ের বুড়ো আঙুলে দিব্যি ঝুলছে সার্জিক্যাল মাস্ক।

 

এই ভাইরাল ভিডিও দেখে কংগ্রেস নেতারা একযোগে আক্রমণ করেছে বিজেপিকে। কংগ্রেস মুখপাত্র গরিমা দাসাউনি টুইট করে লিখেছেন, “এটাই শাসক দলের অবস্থা। আর তারা মাস্ক না পরার জন্য সাধারণ মানুষের কাছ থেকে জরিমানা আদায় করে।” আরেক কংগ্রেস নেতা পঙ্কজ পুনিয়া টুইটে লিখেছেন, “এটাই মাস্ক পরার সঠিক পদ্ধতি।” আম আদমি পার্টির মুখপাত্র অমরজিৎ সিং কটাক্ষ করে লিখেছেন, “মন্ত্রীদের কাছ থেকে সবাই শিখুন মাস্ক কোথায় রাখতে হয়!”