৬১ দিন বন্ধ থাকার পর আজ, শুক্রবার থেকে ফের চালু হয়ে গেল মেট্রো পরিষেবা। এদিন থেকে সকলের জন্য মেট্রো । সকাল ৮ টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ট্রেন । শুক্রবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল মেট্রোরেল (Kolkata metro rail) । করোনার বিধির (Corona protocol) কড়াকড়ির জন্যে এতদিন মেট্রো চালু থাকলেও সবাই তাতে চড়তে পারছিলেন না । বিশেষ এবং জরুরি পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরাই শুধুমাত্র মেট্রোতে উঠতে পারছিলেন। কিন্তু কাল থেকে সবাই মেট্রোতে উঠতে পারবেন । তবে অবশ্যই স্মার্ট কার্ড (smart card) থাকতে হবে। আলগা হচ্ছে রাজ্যে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে ৫০ শতাংশ যাত্রী (50% pessenger) নিয়ে মেট্রো চলাচলে ছাড় দিয়েছে নবান্ন। শুক্রবার থেকে পুরোপুরি সেই নিয়ম মেনে মেট্রো চলাচল শুরু করে দিল। সকাল ৮টায় প্রথম মেট্রো ছাড়বে। চলবে রাত ৯টা পর্যন্ত।
দিনের ব্যস্ততার সময় ৭-৮ মিনিট অন্তর মেট্রো থাকবে। বাকি সময় যথাক্রমে ১০ মিনিট, ১১ মিনিট ও ১৫ মিনিটের ব্যবধানে দিনভর মেট্রো চালানো হবে।
মেট্রো রেলের ডিজিএম প্রত্যুষ ঘোষ জানিয়েছেন, ” শারীরিক দূরত্ব যাতে বজায় রাখা যায় তার জন্য প্রত্যেকটি কামরায় ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। একটা আসনে বসার পর পাশের আসনটি ছেড়ে তৃতীয়টিতে আবার বসার ব্যবস্থা রাখা হয়েছে। এ ভাবে ৬০০ জনকে আমরা বসার জায়গায় দিতে পারব। বাকি যারা থাকবেন, তাঁরাও দূরত্ববিধি মেনে দাঁড়িয়ে যাবেন।” তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, যেহেতু এখন লোকাল ট্রেন বন্ধ। তাই যাত্রী সংখ্যা অনেকটাই কম হবে। লোকাল ট্রেন পুরোপুরি চালু থাকলে দমদম থেকে সাধারণত ৫০-৬০ হাজার যাত্রী হয়। কিন্তু এখন সেই ভিড় এড়ানো সম্ভব হবে বলেই মনে করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকেই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে মেট্রো। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মোট ৯৬ জোড়া ট্রেন চলবে।প্রতিদিন ১৯২ টি মেট্রো চলবে। দিনে ১ লক্ষ ২৫ হাজার যাত্রী বহনের লক্ষ্যমাত্রা রয়েছে।
গড়ে ৬০০ জন করে যাত্রী বহন করা হবে। আপাতত শুধুমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমে যাতায়াত করা হবে। শনি ও রবিবার রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী মেট্রো বন্ধ থাকবে । তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার স্টাফ স্পেশ্যাল মেট্রো চলবে।









































































































































