আজকাল পত্রিকার জয়েন্ট এডিটর সাংবাদিক রাজীব ঘোষ (journalist rajib ghosh) করোনা-পরবর্তী জটিলতায় প্রয়াত হলেন। শুক্রবার দুপুরে। মে মাস থেকেই ভুগছিলেন। বয়স হয়েছিল ৫৯। আসানসোলে পশ্চিমবঙ্গ সংবাদ পত্রিকায় আশির দশকে সাংবাদিক-জীবন শুরু। তারপর যোগ দেন বর্তমান পত্রিকায়। সেখান থেকে ১৯৮৮ নাগাদ আজকাল-এ। অল্প সময়ের মধ্যেই বার্তা সম্পাদক হন, পরে জয়েন্ট এডিটর। সম্পাদনার পাশাপাশি লেখালিখিও করতেন। খাওয়াদাওয়া নিয়ে ঝরঝরে গদ্যে লিখেছেন ভোজপুরী। বৈঠকী ঢঙে লেখা পাড়াতুতোও পাঠকদের প্রশংসা পেয়েছে। মে মাসে করোনায় আক্রান্ত হয়ে লাইফলাইন নার্সিংহোম, সেখান থেকে বাঙ্গুর হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলে। শেষে ভর্তি করা হয় ফর্টিসে। দু সপ্তাহের ওপর ভেন্টিলেশনে ছিলেন। তাঁর স্ত্রী, পুত্র ও পুত্রবধূ বর্তমান। রাজীবের প্রয়াণে সংবাদজগতে শোকের ছায়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।














































































































































