ইতিমধ্যেই করোনার( Corona) থাবা গিয়ে পড়েছে ভারতীয় দলে( india team)। করোনায় আক্রান্ত হয়েছেন ঋষভ পন্থ( rishav pant) এবং থ্রোডাউন স্পেশালিস্ট দয়ানন্দ গরানী( dayanand garani)। এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা। পন্থের করোনায় আক্রান্ত হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় পন্থের ওয়েম্বলি স্টেডিয়ামে বিনা মাস্কে খেলা দেখা নিয়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে। অনেকের ধারণা, সম্প্রতি পন্থ ওয়েম্বলিতে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন মাস্ক না পড়ে। আর তার জেরেই করোনায় সংক্রমিত হয়েছেন তিনি। তবে এই ব্যাপারে পন্থের পাশে দাঁড়ালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করেন, সব সময় মাস্ক পরে থাকা সম্ভব নয়।
এদিন এক সাক্ষাৎকারে মহারাজ বলেন,” আমরা ইংল্যান্ডে ইউরো চ্যাম্পিয়নশিপ ও উইম্বলডন দেখেছি। নিয়ম পরিবর্তিত হয়েছে। ওরা ছুটিতে ছিল আর সবসময় মাস্ক পড়ে থাকা অসম্ভব।”
এদিকে ৪ আগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচ নিয়ে সৌরভ বলেন,” এটির পূর্বাভাস দেওয়া যায় না। ভারত ভালো ক্রিকেট খেলবে। কেবল একটি ম্যাচ বোঝায় না যে তারা ভালো না খারাপ। এটি একটি লম্বা সিরিজ হবে, তাই দুই দলের কাছেই সুযোগ থাকবে সমতায় ফেরার।”
আরও পড়ুন:পিভি সিন্ধু, মেরিকমদের জন্য ‘চিয়ার সং’ আনলেন এ আর রহমান













































































































































