বিরোধী দলনেতার একবগগা মনোভাবের কারণে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সব ক’টি পদ হারাল বিজেপি। বদলে নতুন চেয়ারম্যানদের নাম ঘোষণা করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পিএসি চেয়ারম্যান নিয়োগ নিয়েই সরকার পক্ষের সঙ্গে সঙ্ঘাত শুরু বিজেপির। সেই সঙ্ঘাতের জেরে বাকি আটটি কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এই সিদ্ধান্তে যার পর নাই ক্ষুব্ধ দলের বহু বিধায়ক। দলের দু’বারের এক বিধায়ক পরিস্কার জানালেন, কমিটি থেকে পদত্যাগ করে দলের নতুনদের বিধানসভায় কাজ করা থেকে বঞ্চিত করলেন বিরোধী দলনেতা। আর তাই যদি হয়, শুভেন্দুর উচিত বিরোধী দলনেতার পদ থেকে আগে তাঁর পদত্যাগ করা। তাহলে সেই সিদ্ধান্ত একটা নজির হয়ে থাকত বিধানসভায়। শাসক দলও পড়ত বিপাকে।
শুক্রবার নতুন কমিটি ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায়। কমিটির নয়া চেয়ারম্যান যাঁরা হলেন,
? শ্রম-বিষয়ক কমিটির চেয়ারম্যান : বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার শূণ্য পদে আনা হয়েছে মদন মিত্রকে
? মিহির গোস্বামীর পরিবর্তে সুদীপ্ত রায়
? আনন্দময় বর্মনের পরিবর্তে হুমায়ুন কবীর
? অশোক কীর্তনিয়ার পরিবর্তে পান্নালাল হালদার
? কৃষ্ণ কল্যাণীর পরিবর্তে আব্দুল খালেক মোল্লা
? নিখিল রঞ্জন দের পরিবর্তে রুকবানুর রহমান
? বিষ্ণুপ্রসাদ শর্মার পরিবর্তে তপন দাশগুপ্ত
? দীপক বর্মন পরিবর্তে অশোক চট্টোপাধ্যায়
আরও পড়ুন- করোনার তৃতীয় ঢেউ: আগামী ১০০-১২৫ দিন অত্যন্ত বিপদজনক, সতর্কবার্তা কেন্দ্রের