বৃহস্পতিবারই ঋষভ পন্থের (Rishav pant) করোনায়( corona) আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। করোনায় আক্রান্ত হয়েছেন দলের সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানী। তবে তা নিয়ে চিন্তিত নন বিসিসিআই প্রেসিডেন্ট( bcci president) সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)। বললেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে ইংল্যান্ড সিরিজে খেলবেন পন্থ।
এদিন মহারাজ বলেন,” পন্থ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। সেই নিয়ে চিন্তা নেই। এখনও অনেকদিন বাকি টেস্ট শুরু হতে। ইতিমধ্যেই বেশ কিছু দিন হয়ে গিয়েছে কোয়ারেন্টাইনে রয়েছে ও। ছুটিতে ছিল ওরা, ঘুরতে বেরিয়ে এমন হতেই পারে। তা নিয়ে চিন্তা করার কিছু নেই।”
বৃহস্পতিবারই করোনায় আক্রান্ত হওয়ার কথা সামনে আসে ঋষভ পন্থের। আবার করোনায় আক্রান্ত হন দলের সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানী। এই মুহূর্তে আত্মীয়র বাড়ি কোয়ারেন্টাইনে রয়েছেন পন্থ। দয়ানন্দ গরানী টিম হোটেলেই আলাদা কোয়ারেন্টাইনে রয়েছেন।
আরও পড়ুন:আইসোলেশনে গেলেন ঋদ্ধিমান সাহা,অভিমন্যু ঈশ্বরণ এবং ভরত অরুণ, জানাল বিসিসিআই













































































































































