ভুয়ো আইএএস, সিবিআই আধিকারিকের পরে এবার জালে ভুয়ো পুলিশ। বৃহস্পতিবার, তিলজালা ট্রাফিক গার্ড (Tiljala Traffic Guard) এলাকায় নো পার্কিং জোনে (No Parking Zone) গাড়ি রাখার বিরুদ্ধে অভিযান চালানোর সময় পিকনিক গার্ডেন রোড পুলিশের স্টিকার (Sticker) লাগানো একটি গাড়ি নজরে আসে ওসি সৌভিক চক্রবর্তীর (Souvik Chakraborty)। অভিযোগ, গাড়িটির সামনে-পিছনে দুদিকেই পুলিশের স্টিকার লাগানো ছিল।
জিজ্ঞাসাবাদ করার পরে গাড়ির মালিক সুকুমার দাস কেন ওই স্টিকার গাড়িতে লাগিয়েছিলেন তার কোনো সদুত্তর দিতে পারেননি। এমনকী পুলিশের পরিচয়পত্রও দেখাতে পারেননি তিনি। সন্তোষজনক ব্যাখ্যা না পেয়ে গাড়িটিকে ক্রেন দিয়ে তিলজালা থানায় নিয়ে আসা হয়। অভিযুক্ত সুকুমার দাসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিলজলা থানার ওসি সৌভিক চক্রবর্তী।
সৌভিক চক্রবর্তী জানান, বেশ কয়েকদিন ধরে নো পার্কিং জোনের পুলিশের গাড়ি রাখার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এদিন ঘটনাটি সরেজমিনে তদন্ত গিয়ে ভুয়ো পুলিশের পরিচয় দেওয়া ব্যক্তি ও গাড়ি ধরা হয়েছে।
আরও পড়ুন:গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত পাঞ্জাব সামলাতে সিধুকে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব