স্বপ্নের দৌড়, ৫৩ হাজারের গণ্ডি পেরিয়ে নয়া রেকর্ড শেয়ার বাজারের

0
1

?সেনসেক্স ৫৩,১৫৮.৮৫ (⬆️ ০.৪৮%)

?নিফটি ১৫,৯২৪.২০ (⬆️ ০.৪৪%)

করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রিজাভ ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। সেই ধারা অব্যাহত রেখে সকল বাধাকে টপকে এবার নয়া রেকর্ড গড়ল ভারতের শেয়ার বাজার। বৃহস্পতিবার অতীতের সব রেকর্ড ভেঙে ৫৩০০০-এর গণ্ডি পার করেছে সেনসেক্স। বিনিয়োগকারীদের জন্য যা নিশ্চিত ভাবে স্বস্তির খবর।

বিগত কয়েকদিনের ধাক্কা সামলে প্রতিবাদ বাজার খোলার পর থেকেই শেয়ারবাজার দ্রুতগতিতে ৫৩০০০ এর গণ্ডি পার করে ফেলে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২৫৪.৮০ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩,১৫৮.৮৫।

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ৭০.২৫ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৯২৪.২০। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।