অবসর নিলেন আর্জেন রবেন, সোশ্যাল মিডিয়ায় জানালেন তিনি

0
1

ফুটবলকে বিদায় জানালেন আর্জেন রবেন ( Arjen Robben)। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করেন নেদারল্যান্ডসের এই ফুটবলার। ৩৭ বছর বয়সে ডাচ ক্লাব গ্রোনিনগেন থেকে অবসর ঘোষণা করলেন রবেন।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় রবেন লেখেন, “প্রিয় ফুটবল বন্ধুগণ, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার ফুটবল কেরিয়ারে ইতি আনব। এটি খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। আমি ধন্যবাদ জানাতে চাই সকলকে তাদের আবেগপূর্ণ সমর্থনের জন্য।”

রবেনের গোটা কেরিয়ারই ছিল সোনায় মোড়া। ২০০০ সালে গ্রোনিনগেনে নিজের কেরিয়ার শুরু করেন। ২০০২ সালে পিএসভি আইন্দহোভেনে যোগ দেন রবেন। ২০০৪ সালে চেলসিতে যোগ দেন তিনি। সেখানে মোট ছয়টি ট্রফি পান এই ডাচ তারকা। চেলসির হয়ে দুর্দান্ত খেলার পর ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে সই করেন রবেন। প্রথম মরশুমে দারুণ খেললেও দ্বিতীয় মরশুমে সেই ছাপ ফেলতে পারেননি। আর তারপরেই  বায়ার্ন মিউনিখে সই করেন রবেন, আর সেখানে ফ্র্যাঙ্ক রিবেরির সাথে অসাধারণ একটি যুগলবন্দী তৈরি করেন তিনি। বায়ার্নের হয়ে মোট ২০১টি ম্যাচ খেলেন রবেন, আর ৯৯টি গোল করেন। এছাড়া জাতীয় দলের হয়ে ৯৬ ম্যাচে ৩৭ গোল করেছেন রবেন।

আরও পড়ুন:পন্থের পর করোনায় আক্রান্ত ভারতীয় দলের সাপোর্ট স্টাফ, কোয়ারেন্টাইনে আরও তিন