একেবারে সাদামাটা একজন সবজি বিক্রেতা। কিন্তু সেই ছাপোষা ছদ্মবেশীর আড়ালেই রয়েছে এক ভয়ঙ্কর চক্রান্তকারী আই এস আই এজেন্ট (ISI Agent)! নিঃশব্দে দেশ ও সেনার গোপন তথ্য দিনের পর দিন সে তুলে দিত পাকিস্তানের (Pakistan) হাতে। দেশের মধ্যে থেকেই চালিয়ে যেত দেশবিরোধী কাজকর্ম। এমনই অভিযোগে, সম্প্রতি এক পাক গুপ্তচরকে রাজস্থানের পোখরান (Pokhran) থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Delhi Police Crime Branch)। গতকাল বুধবারই তাকে আনা হয় দিল্লিতে। ধৃতের নাম হাবিব খান।
অভিযোগ, সেনাঘাঁটিতে সবজি বিক্রি করত সে। সবজি বিক্রেতার ছদ্মবেশে জওয়ানদের সঙ্গে বন্ধুত্ব করে, তাঁদের ভরসা ও বিশ্বাস অর্জন করে, সেনার গোপন তথ্য পাক গুপ্তচর সংস্থার আই এস এই-এর হাতে তুলে দিত এই হাবিব খান।
দীর্ঘদিন ধরেই ধৃত হাবিব খানের উপর নজর ছিল গোয়েন্দা পুলিশের। সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশ দুই আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করার পর হাবিবের সঙ্গে পাক লিঙ্ক স্পষ্ট হয়। এরপর দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পৌঁছে যায় রাজস্থানের পোখরানে। গ্রেফতার করা হয় হাবিব খানকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বহু গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশের দাবি, হাবিবের থেকে তথ্য নিয়ে বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল পাক গুপ্তচর সংস্থার।






 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

























































































































