পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের(Amrinder Singh) সঙ্গে কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধুর(Navjot Singh Sidhu) সংঘাত চরম আকার ধারণ করেছে। এহেন পরিস্থিতিতে দু’কুল রক্ষার্থে এবার বড় পদক্ষেপ নিল কংগ্রেস হাইকমান্ড(Congress)। জানা যাচ্ছে, দুই পক্ষকে শান্ত করতে সিধুর কাঁধে দেওয়া হচ্ছে পাঞ্জাব(Punjab) কংগ্রেসের সভাপতির(Congress President) দায়িত্ব। অন্যদিকে, মুখ্যমন্ত্রী অমরিন্দরকেও তাঁর মন্ত্রিসভা নতুন করে সাজাতে বলা হয়েছে।
পাঞ্জাবের কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধুর সঙ্গে মুখ্যমন্ত্রী অমরিন্দরের মতানৈক্য সাম্প্রতিক সময়ে চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে দিল্লি এসে গান্ধী পরিবারের কাছে অমরিন্দরের বিরুদ্ধে নালিশ জানান সিধু। দিনে দিনে পরিস্থিতিকে খারাপ দিকে যাচ্ছে তা টের পেয়ে এবার ময়দানে নামল হাইকমান্ড। সূত্রের খবর, দুই পক্ষকে সামাল দিতে সিধুকে পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি করা হচ্ছে। তবে তাঁর সঙ্গেই দুই কার্যনির্বাহী সভাপতিকে জুড়ে দেওয়া হচ্ছে বলেও খবর। অর্থাৎ, প্রদেশ সভাপতি হিসেবে সিধু ‘একচ্ছত্র’ আধিপত্য এখনই থাকছে না। তাঁকে কাজ করতে হবে দুই সহকারীকে নিয়ে। পাশাপাশি অমরিন্দরকে নির্দেশ দেওয়া হয়েছে অন্তত দুইজন মন্ত্রীকে বরখাস্ত করার। একই সঙ্গে তিনজন মন্ত্রীর পদ পরিবর্তনেরও নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর সেই নির্দেশ মেনেও নিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর।
আরও পড়ুন:যোগী রাজ্যে দশম-দ্বাদশের পাঠ্যক্রম থেকে বাদ রবীন্দ্রনাথ, পড়ানো হবে রামদেবের বই!
উল্লেখ্য, আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ণ পাঞ্জাব কংগ্রেসের এই হাল যদি বর্তমান থাকে, তবে ক্ষমতা ধরে রাখা বেশ চাপের। এই অবস্থায় শ্যাম ও কূল দুই রক্ষা করতে তৎপর হয়ে উঠলো হাই কমান্ড। সংগঠনের মাথায় রাখা হলো সিধুকে। এবং সরকারের মাথায় রইলেন ক্যাপ্টেন অমরিন্দর।