করোনার থাবা টোকিও অলিম্পিক্সে, কোভিডে আক্রান্ত হোটেলের সাতজন কর্মী

0
1

হাতে আর মাত্র কয়কটা দিন তারপরই শুরু টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics)। কিন্তু তার মধ‍্যেই বিপদের ঘনোঘটা। করোনা ( corona) থাবা গিয়ে পড়ল অলিম্পিক্সের মধ‍্যেও। করোনায় আক্রান্ত টোকিওর এক হোটেলের সাতজন কর্মী। ওই হোটেলেই উঠেছে ব্রাজিলের দল। তবে তাদের কেউ করোনায় আক্রান্ত হয়নি বলেই খবর।

অলিম্পিক্স শুরু হতে বাকি আর এক সপ্তাহ। তার আগে টোকিও দক্ষিণ-পশ্চিমের শহর একটি হোটেলের সাত জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। ব্রাজিলের ৩১ সদস্যের একটি দল রয়েছে ওই হোটেলে। তার মধ্যে রয়েছেন জুডো দলের ক্রীড়াবিদরাও। তবে তাঁরা জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন। যদিও এত কিছুর মধ‍্যে সুষ্ঠুভাবে অলিম্পিক্স আয়োজন করতে আত্মবিশ্বাসী আয়োজকরা।

আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির (আইওসি) সভাপতি টমাস বাখ বলেন,” ঐতিহাসিক গেমসের সাক্ষী থাকতে চলেছি আমরা। যে ভাবে গত দু’বছরে জাপানের মানুষ একের পর এক বাধা অতিক্রম করেছেন, তাতে কোনও প্রশংসাই ওদের জন্য যথেষ্ট নয়।”

আরও পড়ুন:ইউরো এবং কোপা চ‍্যাম্পিয়নদের নিয়ে কী হবে মারাদোনা কাপ? জল্পনা তুঙ্গে