বয়স মাত্র সাত বছর। এই বয়সেই রীতিমত জনপ্রিয় কোয়েম্বাটুরের খুদে রিথু। বাবা খুলে দিয়েছে একটি ইউটিউব চ্যানেল। সেই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার ৮০ হাজার ছাড়িয়ে গিয়েছে। এতে অবাক বাবা মাও।কী এমন কামাল করল রিথু?
বয়সে ছোট হলেও কাজে সে অসামান্য। অনায়াসে মুখস্থ বলতে পারে দীর্ঘ সংলাপ। যা দেখে রীতিমত মুগ্ধ দর্শকরা।লকডাউনে পড়াশুনার অবসরে খবর দেখতে পছন্দ করত রিথু। তখন থেকেই খবরে আগ্রহ। একজন পেশাদার সাংবাদিকের মতোই যে কোনও খবর সুন্দরভাবে পরিবেশন করতে সক্ষম ৭ বছরের ছেলে।
এছাড়াও খবর পড়ার পাশাপাশি অভিনয়েও সমানভাবে সাবলীল। বড়দের মতো স্পষ্ট তার তামিল উচ্চারণ। যা শুনে রীতিমত অবাক অনেকেই।রিথুর ইউটিউব চ্যানেলের একটি ভিডিয়ো চার দিনে ২ লাখ ভিউয়ার পেয়েছে। ছোট্ট রিথু তাই এখন হয়ে উঠেছে বহু মানুষের চোখের মণি।নেটদুনিয়ায় এখন জনপ্রিয়তার তুঙ্গে রিথু।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.