ঘূর্ণিঝড় ‘ইয়াস’-ত্রাণ নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে

0
3

ঘূর্ণিঝড় ‘ইয়াস’-বিধ্বস্ত এলাকায় ত্রাণবন্টন নিয়ে জনস্বার্থ মামলা রুজু হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ এই মামলার হলফনামায় আবেদনকারী দাবি করেছেন,

◾ইয়াস-ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকার ১৫০০ টাকা করে ত্রাণের মূল্য ধার্য করেছে। কিসের ভিত্তিতে ধার্য হল এই অর্থ ? কিসের ভিত্তিতে রাজ্য সরকারের ধারনা হলো, এই অর্থেই সমস্যার সমাধান সম্ভব হবে।

◾প্রশাসনের কাছে আর্থিক সাহায্য চাওয়া
প্রায় সাড়ে ৩ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। কিসের ভিত্তিতে এই আবেদনপত্র বাতিল করা হয়েছে, তার কোনও সুনির্দিষ্ট কারণ জানেন না আবেদনকারীরা। কেন এই সব আর্জি খারিজ হলো ?

◾’ইয়াস’-এর ক্ষতিপূরণ নির্ধারণের নির্দিষ্ট কোনও তথ্য দেয়নি রাজ্য।

আবেদনকারীর এই বক্তব্যের প্রেক্ষিতে বুধবার রাজ্যকে এই বিষয়গুলির জবাব হলফনামার মাধ্যমে পেশ করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷

আরও পড়ুন:জিতেন তেওয়ারির ‘ইলেকশন- পিটিশন’ হাইকোর্টে গৃহীত