দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড( Ireland)। মঙ্গলবার দ্বিতীয় একদিনের ম্যাচে প্রোটিয়াদের ৪৩ রানে হারায় তারা। এই প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারাল আয়ারল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে তারা।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান করে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের হয়ে দুরন্ত ব্যাটিং করেন অ্যান্ডি। ১১৭ বলে ১০২ রান করেন তিনি। মারেন ১০টি চার ও দু’টি ছক্কা। ম্যাচের সেরা হন তিনিই। ৭৯ রান করেন হ্যারি টেকটর।
জবাবে ব্যাট করতে নেমে ২৪৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ওপেন করতে এসে ৮৪ রান করেন জানেমন মালান। ভ্যান ডার দাসেন করেন ৪৯ রান। আয়ারল্যান্ডের হয়ে দু’টি করে উইকেট পান মার্ক এডের, জসুয়া লিটিল ও অ্যান্ডি ম্যাকব্রায়েন।
আরও পড়ুন:ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠল উইম্বলডনে, তদন্তে আন্তর্জাতিক টেনিস সংস্থা













































































































































