জ্বালানি গ্যাস-তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সোনার দামও। চলছে বিয়ের মরশুম। এর মধ্যে সোনার দাম ঊর্ধ্বমুখী হওয়ায় মাথায় হাত মধ্যবিত্তের। ২৪, ২২ ও হলমার্কযুক্ত ২২ ক্যারট সোনার দাম বেড়েছে। পাশাপাশি কমেছে রুপোর দাম।
কলকাতায় মঙ্গলবার ২৪ ক্যারট সোনার দাম ছিল প্রতি গ্রামে ৪ হাজার ৬৮৫ টাকা। আজ, বুধবার গ্রাম প্রতি ১৫ টাকা বেড়ে দাম হয়েছে ৪ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ প্রতি ১০ গ্রামে ১৫০ টাকা বেড়ে এখনও নতুন দাম ৪৮ হাজার ৮০০ টাকা।
২২ ক্যারট সোনায় প্রতি গ্রামে দাম হয়েছে ৪ হাজার ৬৩০ টাকা। গতকাল প্রতি গ্রামে দাম ছিল ৪হাজার ৬১৫ টাকা। গতকাল ২২ ক্যারট হলমার্কযুক্ত সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৬ হাজার ১৫০ টাকা। আজদাম ৪৬ হাজার ৩০০ টাকা।
আরও পড়ুন-রাজভবনে প্রায় দেড় ঘণ্টা আলোচনা রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর, কী কথা দুজনের?
গতকাল হলমার্কযুক্ত ২২ ক্যারট সোনার প্রতি গ্রামের দাম ছিল ৪ হাজার ৬৮৫ টাকা। ১৫ টাকা বেড়ে আজ দাম হয়েছে ৪ হাজার ৭০০টাকা। অর্থাৎ ১০ গ্রামের দাম হয়েছে ৪৭ হাজার টাকা।
তবে সোনার দাম বাড়লেও, বাড়েনি রুপোর দাম। মঙ্গলবার কেজি প্রতি রুপোর দাম ছিল ৬৯ হাজার ৬০০ টাকা। বুধবার প্রতি কেজি রুপোর দাম হয়েছে ৬৯ হাজার ৫০০ টাকা। অর্থাৎ কালকের তুলনায় আজ দাম কমেছে। প্রতি কেজিতে ১০০ টাকা কমেছে দাম রুপোর দাম।












































































































































