রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা( india-srilanka) একদিনের সিরিজ। তার আগে ভারতীয় ক্রিকেটারদের পাওয়া গেল হালকা মেজাজে। ভিডিও গেম, টেবিল টেনিস খেলতে দেখা গেল অধিনায়ক শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চ্যাহালদের।
করোনার কারণে ১৩ তারিখের বদলে ১৮ তারিখ দিয়ে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। তাই হাতে কিছুটা সময় রয়েছে। তাই হটেলে হালকা মেজাজেই পাওয়া গেল ধাওয়ানদের। এদিন বিসিসিআইয়ের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে দেখা যাচ্ছে অধিনায়ক ধাওয়ান মেতে ওঠেন টেবিল টেনিসে। ভিডিয়ো গেমে ফুটবল খেলতে দেখা যায় ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চ্যাহালকে। বিলিয়ার্ডসেও মেতে ওঠেন দলের বেশকিছু ক্রিকেটার।
ক্যামেরার সামনে দাঁড়িয়ে একে একে পোজ দিতে থাকেন দেবদত্ত, চহাল, হার্দিক পান্ডিয়ারা। যা দেখে বোঝাই যাচ্ছে লঙ্কানদের বিরুদ্ধে ম্যাচে নামার আগে খোশ মেজাজে টিম ইন্ডিয়া।
When #TeamIndia went
Lights ⚡️
Camera 📸
Action 🎬The excitement is building up ahead of the ODI series against Sri Lanka 👌 👌 #SLvIND pic.twitter.com/fo1HrkTR8B
— BCCI (@BCCI) July 14, 2021
আরও পড়ুন:ইতিহাস গড়ল আয়ারল্যান্ড, দ্বিতীয় একদিনের ম্যাচে প্রোটিয়াদের ৪৩ রানে হারাল তারা