একসঙ্গে ১১ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের

0
1

কেন্দ্রীয় সরকারি কর্মীদের (central govt employees) মহার্ঘ ভাতা (DA) একসঙ্গে ১১ শতাংশ বাড়ল। কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেট বিষয়ক মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ডিএ ১৭ শতাংশ থেকে বেড়ে হল ২৮ শতাংশ। অর্থাৎ বৃদ্ধি হয়েছে ১১ শতাংশ। ২০২১ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে বর্ধিত হারের মহার্ঘ ভাতা। এতে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কর্মী ও পেনশনভোগী মানুষ।

Cabinet restores DA for central govt employees and pensioners, increases it to 28 pc from 17 pc from July: Union Minister Anurag Thakur

করোনা অতিমারির কারণে গত বছর এই মহার্ঘ ভাতা প্রদান বন্ধ রাখে কেন্দ্রীয় সরকার। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কোনও মহার্ঘ ভাতা পাননি। তখনই বলা হয়েছিল, পরে একবারে বর্ধিত হারেই ডিএ পাবেন কর্মীরা। ২০১৯-এর জুলাইয়ের হিসেবে ১৭ শতাংশ ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। যেহেতু বছরে দুবার মহার্ঘভাতার হার সংশোধন করা হয় তাই নিয়ম অনুযায়ী জানুয়ারি ২০২০তে মহার্ঘভাতা বাড়ার কথা ছিল ৪ শতাংশ। জুনে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা বলা হয়। আবার ২০২১ সালের জানুয়ারিতে ৪ শতাংশ ভাতা বৃদ্ধির কথা জানানো হয়। আগের সবকটি বর্ধিত হার মিলিয়ে ১ জুলাই থেকে ২৮ শতাংশ হারে ডিএ দেওয়ার ঘোষণা করল সরকার।