কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদটি সদ্যই খুইয়েছেন তিনি। এবার তাঁকে রাজ্যসভার দলনেতার পদটি দিচ্ছে বিজেপি (Bjp)। ১৯ জুলাই শুরু হচ্ছে সংসদের অধিবেশন। কর্ণাটকের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী থাওয়ারচাঁদ গেহলটকে। ফলে রাজ্যসভায় বিজেপির দলনেতার পদ খালি। এদিকে ২০১০ থেকে রাজ্যসভার সদস্য সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Pijush Goyel)। গত দু’বছর রাজ্যসভায় (Rajyasabha) বিভিন্ন দলের সঙ্গে যোগযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকী কট্টর বিরোধী দলের সাংসদদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছেন পীযূষ গোয়েল। সেই কারণে তাঁকেই এই দায়িত্ব দেওয়া হচ্ছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।
আরও পড়ুন:বদল নয়, লোকসভায় বিরোধী দলনেতার গুরুদায়িত্ব সামলাবেন অধীরই
তবে, পীযূষ গোয়েল ছাড়াও রাজ্যসভার দলনেতার দৌঁড়ে রয়েছেন ভূপেন্দর যাদবও (Bhupindar Yadav)। পেশায় আইনজীবী বর্তমানে মোদি মন্ত্রিসভার সদস্য ভূপিন্দর। তবে পাল্লা ভারী পীযূষ গোয়েল এর দিকেই।