ফের উত্তপ্ত পুলওয়ামা (Pulwama)। সেনা বাহিনীর এনকাউন্টারে খতম ৩ জঙ্গি। মঙ্গলবার রাত থেকে জঙ্গি এবং BSF জওয়ানদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে৷ সূত্রের খবর, মৃত জঙ্গিদের মধ্যে একজন পাকিস্তানের (Pakistan) সন্ত্রাসী দল লস্কর ই তৈবার কমান্ডার আইজাজ, যার আসল নাম আবু হুরাইরা। বাকি ২ নিহত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। বুধবার সকালে এ কথা জানিয়েছেন কাশ্মীর (Kashmir) পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিনয় কুমার (Vinay Kumar)। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সংঘর্ষ চলছে। কুলগামে গতকাল রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছে ২০ কেজি আইইডি।
পাশাপাশি, জম্মুর (Jammu) আকাশে ফের ড্রোন দেখা গিয়েছে। মঙ্গলবার রাতে আরনিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমানার কাছে আকাশে চলন্ত আলোকোজ্জ্বল বস্তু দেখতে পান বিএসএফ জওয়ানরা। গুলি চালানোর পর সেটি পাক সীমান্তের দিকে চলে যায় বলে সূত্রের খবর।
আরও পড়ুন-বিস্ফোরণ ঘটাতে পারে আইএসআই জঙ্গিরা, বিহারের একাধিক স্টেশনে জারি হাই অ্যালার্ট
এর আগেও জম্মুর আকাশে দেখা গিয়েছে ড্রোন। গত ২৬ জুন গভীর রাতে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয় জম্মুর এয়ারফোর্স স্টেশনে। বিস্ফোরণে আহত হন দুই জওয়ান। তার ২৪ ঘণ্টার মধ্যে কালুচক সেনাঘাঁটির কাছে ড্রোন দেখা যায়। ড্রোন লক্ষ্য করে গুলিও চালানো হয়। পরের দিন সুঞ্জুয়ানে এক রাতে তিনবার আকাশে সন্দেহজনক ড্রোন দেখতে পাওয়া যায়। ফের জম্মুর আকাশে ড্রোন দেখা গেল। এভাবে বারবার জম্মুর আকাশে ড্রোনের দেখা মেলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।












































































































































