DA বাড়াল কেন্দ্র, সরকারি কর্মীদের খাতে ঢুকবে ২৮%; স্বস্তির হাওয়া

0
1

অনেকটাই স্বস্তিতে সরকারি কর্মচারীরা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী DA বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সরকারি কর্মচারীদের খাতে এবার ১৭% এর পরিবর্তে ঢুকবে ২৮% DA।
একবছর আটকে থাকার পর প্রয়োজনীয় বৃদ্ধির খবরে খুশির হাওয়া সরকারি অফিসে।
আজ মন্ত্রিসভার বৈঠকের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে কার্যত তিনটে কিস্তিতে যে বৃদ্ধি, তা আটকে রাখা হয়েছিল। অবশেষে সেই সিদ্ধান্তে বদল আসছে। স্বস্তির সুর তাই কর্মচারীদের গলায়।
সব ঠিকঠাক থাকলে বর্ধিত এই DA পাওয়ার কথা সেপ্টেম্বর থেকেই। যদিও সেই সম্ভাবনায় খানিক জটিলতা দেখা দিয়েছে।
পূর্ববর্তী একটি রিপোর্ট অনুযায়ী, আরও বেশকিছু অ্যাপ্রুভালের প্রয়োজন আছে। সেই সমস্ত অ্যাপ্রুভাল না পেলে বর্ধিত DA ঢুকতে দেরি হবে বলে জানা গিয়েছে। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই। DA ঢুকতে দেরি হলেও ওই সময় এরিয়ার পাওয়া যাবে বলে জানানো হয়েছে। জুলাই মাসের 1 তারিখ থেকেই এরিয়ার ঢুকবে অ্যাকাউন্টে।