১৫ তারিখের পরে কি উঠবে বিধিনিষেধ? পরিস্থিতি খতিয়ে দেখছে নবান্ন

0
2

রাজ্যে জারি সার্বিক নিয়ন্ত্রণ বিধিনিষেধ কি ১৫ জুলাইয়ের পর আরও শিথিল করা হবে? কবে চলবে লোকাল ট্রেন (Train)? এখন এসব প্রশ্ন ঘোরাফেরা করছে। রাজ্যে  কোভিড (Covid)  সংক্রমণের হার নিম্নমুখী হলেও বিপদ কাটেনি। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা জানাচ্ছে আইএমএ (Ima)। এই অবস্থায় বিধিনিষেধের মেয়াদ বাড়বে কি না, তা নিয়ে জল্পনা দেখা দিয়েছে। নবান্ন সূত্রে খবর, এ বিষয়ে শীঘ্রই পরিস্থিতি পর্যালোচনা করে মতামত জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

বিশেষজ্ঞদের মতে, একবারে আগল খুলে দিলে সংক্রমণের গ্রাফ আবার ঊর্ধ্বমুখী হতে পারে। প্রতিবেশি রাজ্য ওড়িশা ও ত্রিপুরায় সংক্রমণ নতুন করে বাড়ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ওই দুই রাজ্যে দল পাঠাচ্ছে কেন্দ্র। বাংলাদেশেও সংক্রমণ বাড়ছে। ফলে বিধিনিষেধ তোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকার এই সব দিক খতিয়ে দেখছে বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন:মামলা হলেও চলবে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া

লোকাল ট্রেন চালাতে হঠাৎ করে বেশি মানুষের সমাগম হবে। সে ক্ষেত্রে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে। সে কারণে এখনই লোকাল ট্রেন রাজ্যে চালানো হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।