বিজেপির (BJP) টিকিটে জিতে কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন মুকুল রায় (Mukul Roy)। তবে ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই নিজের পুরোনো দল তৃণমূলে (TMC) ফিরেছেন তিনি। যদিও কৌশলগত কারণে তিনি বিধানসভায় বিরোধী বেঞ্চেই বসেছেন। অন্যদিকে, দলত্যাগ করার পরও বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান পদে বসানো হয়েছে মুকুল রায়কে। বিধানসভার (Mukul Roy) স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee) সবরকম আইনি দিক খতিয়ে দেখেই PAC চেয়ারম্যান হিসেবে নিজের পদাধিকার বলে মনোনীত করেছেন।
বিজেপির বক্তব্য, প্রথা ভেঙেছেন স্পিকার। আজ, মঙ্গলবার তারই প্রতিবাদে মোট ৮টি কমিটি থেকে ইস্তফা দিলেন বিজেপি বিধায়করা। যার মধ্যে ৬ জন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ এবং দু’জন হজ কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। তালিকায় রয়েছেন বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা, বিষ্ণু প্রসাদ শাস্ত্রী, মিহির গোস্বামী, আনন্দময় বর্মন, অশোক কীর্তনীয়া, নিখিল দে, দীপক বর্মন-সহ মোট আটজন। পদত্যাগ করেই স্পিকারের ঘর থেকে বেরিয়ে যান বিজেপির এই আট বিধায়ক। যদিও তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, আগামী শুক্রবার বিভিন্ন কমিটির ৪১ জন চেয়ারম্যানকে বিধানসভায় বৈঠকে ডেকেছেন অধ্যক্ষ। কিন্তু মুকুল রায় PAC চেয়ারম্যান হওয়ার প্রতিবাদে স্পিকারের ডাকা বৈঠকে কেউ থাকবেন না বলেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। একইসঙ্গে তাঁরা এই ইস্যুতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে দরবার করেছেন বিজেপি বিধায়করা।