মঙ্গলকোটের (Mangalkot) তৃণমূল নেতা অসীম দাস খুনের ঘটনায় তদন্ত শুরু CID-র। মঙ্গলবার CID-র একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে তথ্যপ্রমাণ সংগ্রহ করতে যান। আধিকারিকরা কথা বলেন মঙ্গলকোট থানার অফিসারদের সঙ্গেও।
ইতিমধ্যেই অসীম দাসের খুনের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। সূত্রের খবর, পুলিশের হাতে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী, জানা গিয়েছে, পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করা হয় ওই তৃণমূল নেতা অসীম দাসকে।
আগামীকাল, বুধবার মঙ্গলকোটে যাবেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত বলেছেন, “খুব ভালো ছেলে ছিল, খুব ভালো সংগঠন করত। বিজেপির পাঁচ সদস্য সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে। তাঁরাই খুনের হুমকি দিয়েছিল। সংগঠনে না পেরে মানুষ খুন করতে ব্যস্ত হয়েছে।” ইতিমধ্যেই মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেসের সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে।
আরও পড়ুন-মুকুলকে কেন PAC চেয়ারম্যান? প্রতিবাদে ৮টি কমিটি থেকে ইস্তফা বিজেপি বিধায়কদের
সোমবার সন্ধে নাগাদ কাশেমনগর বাজার থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে লাকুরিয়া অঞ্চলে তৃণমূল নেতা আক্রান্ত হন৷ ‘দাদা’ বলে ডেকে অসীম দাসের বাইক দাঁড় করিয়ে খুব কাছ থেকে একটিই গুলি করা হয়৷ গুলিবিদ্ধ হওয়ার পরই তৃণমূল নেতাকে উদ্ধার করে স্থানীয়রা মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গতকালই মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরি-সহ তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে যান। এই ঘটনায় বিজেপি জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।