সব ছেড়ে এবার ধূপ ব্যবসা শুরু করলেন লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদব (Tejpratap Yadav)। একসময় রাজনীতিতে ছিলেন তিনি। ভোটে লড়ে বিহারে আরজেডি-র (Rjd) বিধায়কও হয়েছিলেন। ছিলেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এ বার নতুন ভূমিকায় আরজেডি সুপ্রিমোর বড় ছেলে। বাবা লালুপ্রসাদ (Lalu Prasad Yadav) আর মা রাবড়ি দেবীর (Rabri Devi) নামে ধূপকাঠির ব্যবসা খুলে বসেছেন তিনি।
বিয়ের পাঁচ মাস মাথায় বিবাহ বিচ্ছেদের আবেদন করেন তেজপ্রতাপের স্ত্রী ঐশ্বর্য। তাঁর অভিযোগ ছিল, স্বামী মাদকাসক্ত। বাড়িতে রাধা, কৃষ্ণ সেজে থাকেন। সেই বেশে তেজপ্রতাপের ছবিও সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছিল। ধূপ কোম্পানির নামও ফুটে উঠেছে রাধাকৃষ্ণের প্রতি তাঁর ভক্তি। সঙ্গে জুড়েছে ‘এলআর’। এল— লালুপ্রসাদ, আর— রাবড়ি। সব মিলিয়ে ব্যান্ডের নাম ‘এলআর রাধাকৃষ্ণ’। ধূপ তৈরির কারখানাটির জন্য জায়গা বাছা হয়েছে লালুর খাটাল। দিল্লির এক বন্ধুর ধূপকাঠির কারখানা দেখেই নাকি এই ব্যবসার কথা তাঁর মাথায় আসে বলে জানিয়েছেন তেজপ্রতাপ। এই ভিভিআইপি (Vvip) ধূপের প্যাকেটের দাম ৯০ থেকে হাজার টাকা।
আরও পড়ুন:শুভেন্দুর দেহরক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে এবার নামছে CID











































































































































