রবিবার রাতে ইংল্যান্ডকে( England) হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন( euro champion) হয়েছে ইতালি( Italy)। এই জয়ের ফলে ৫৩ বছর পর ইউরোপের সর্বশ্রেষ্ঠ দল হিসেবে নিজেদের প্রমাণ করল তারা। ইংল্যান্ডের ঘরের মাটি থেকে ইউরো খেতাব ছিনিয়ে উচ্ছসিত রবার্তো মানচিনির দল। ফাইনাল ম্যাচে গোল করে স্টার অফ দ্য ফাইনালের পুরস্কার জিতলেন সবথেকে বেশি বয়সে ইউরো ফাইনালে গোল করা বোনুচ্চি। আর কে কি পুরস্কার পেলেন ইউরো কাপে? চলুন একনজরে দেখেনি।
ইউরো ২০২০-র গোল্ডেন বুট অ্যাওয়ার্ড পেলেন পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি ইউরোতে ৪ ম্যাচে ৫টি গোল করেছেন তিনি। ১টি গোলের পাস বাড়িয়েছেন সিআরসেভেন। ৫ টি গোল করেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিকও। কিন্তু পর্তুগীজ তারকার অ্যাসিস্টের নিরিখেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন এবং গোল্ডেন বুট জিতে নেন।
টুুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার পেলেন ইতালির গোলরক্ষক দোনারুমা। তিনি টুর্নামেন্টে মোট ৯টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন। ফাইনালেও দুরন্ত খেলেন তিনি। জোড়া পেনাল্টি আটকে দেন দোনারুমা। গোটা টুর্নামেন্টে মাত্র ৪টি গোল হজম করেছেন তিনি।
ইউরোর সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পেলেন স্পেনের পেদ্রি। স্টার অফ দ্য ফাইনালের পুরস্কার জিতেছেন বোনুচ্চি।
🎯 Great distribution throughout
💪 Strong defensive display at 34
⚽️ Scored the all-important equaliser🇮🇹 Italy hero Leonardo Bonucci = Star of the Match! 🥇
🤔 Did you predict that?@Heineken | #EUROSOTM | #EURO2020 pic.twitter.com/zNdJbntUiE
— UEFA EURO (@UEFAEURO) July 11, 2021
আরও পড়ুন:ইউরো কাপ চ্যাম্পিয়ন ইতালি, ৫৩ বছর ইউরোর খেতাব জিতল তারা