আজ রথযাত্রা। রীতি অনুযায়ী এই দিন থেকেই দুর্গা প্রতিমার কাঠামো তৈরির কাজ শুরু করেন পটুয়ারা। আবার কলকাতার বারোয়ারি পুজো উদ্যোক্তারা অনেকেই এই দিনটিতে খুঁটি পুজোর অনুষ্ঠান করে থাকেন। কিন্তু গত বছর থেকে শুরু হওয়া করোনা অতিমারির ধাক্কায় সব কিছু ওলটপালট হয়ে গিয়েছে।
আর তিন মাস পরেই পুজো। যদিও গত বছরের মতো, এই বছরও করোনা পরিস্থিতিতে কীভাবে হবে দুর্গাপুজো (Durga Puja 2021), সেই উত্তর এখন কারও জানা নেই। তবে খুঁটি পুজোর (Khuti Puja) মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। গত কয়েক বছর ধরে জাঁকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে।
আজ সোমবার বেলেঘাটা আরম্ভিকের খুঁটিপুজো হলো। কোভিড পরিস্থিতিতে করোনার সমস্ত নিয়মবিধি মেনে এদিন খুঁটি পুজো হয়। ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘের এই খুঁটিপুজোতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, 34 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অলোকানন্দা দাস, 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি অলোক দাস, যুগ্ম সম্পাদক অমিতোষ কন্ঠ এবং শুকদেব দাস, অভিনেত্রী সঙ্গীতা সিনহা সহ বিশিষ্টরা। সায়ন চট্টোপাধ্যায়ের চণ্ডীপাঠ পুরো অনুষ্ঠানটিকে অন্যমাত্রা দেয়।
পুরো অনুষ্ঠানটিতে মহিলাদের উপস্থিতি এবং তাদের ঢাকের বাদ্যিতে যেন এখনই শহরে উৎসবের আনন্দের জোয়ার।
উদ্যোক্তাদের এবারের স্লোগান, থিম নয় সাবেকি নয় এবার শুধুই পুজো।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.