দ্বিতীয় টি-২০( T-20l) ম্যাচে ইংল্যান্ডকে ( England )হারিয়ে সিরিজে সমতায় ফিরল ভারতীয় দল( india team)। এদিনের ম্যাচে ইংরেজদের বিরুদ্ধে ৮ রানে জয় পায় হরমনপ্রীত কৌরের দল। অসাধারণ বোলিং এর সুবাদে সিরিজে সমতায় ফিরল ভারতের প্রমিলা ব্রিগেড।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং করেন শেফালি বর্মা। ৩৮ বলে ৪৮ রান করেন তিনি। ২০ রান করেন স্মৃতি মন্দনা। ৩১ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ২৪ রান করেন দীপ্তি শর্মা।
জবাবে ব্যাট করতে নেমে ১৪০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের লড়াই চালান বিয়েমন্ট। ৫৯ রান করেন তিনি। ভারতের হয়ে দুটি উইকেট পুনম যাদব। একটি করে উইকেট নেন অরুন্ধুতী রেড্ডি এবং দীপ্তি শর্মা।
আরও পড়ুন:জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন সমীর বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা রাজ্যপাল জগদীপ ধনকড়ের













































































































































