ইউরো কাপ ( euro cup) চ্যাম্পিয়ন ইতালি( Italy)। রবিবার রাতে ফাইনালে পেনাল্টি শুট আউটে ইংল্যান্ডকে( England ) ৩-২ ব্যবধানে হারাল তারা। এই জয়ের ফলে ৫৩ বছর পর ইউরোপের সর্বশ্রেষ্ঠ দল হিসেবে নিজেদের প্রমাণ করল ইটালি। ওপর দিকে ইতিহাস লেখা হল সাউথগেটের দলের।
ম্যাচের শুরুতেই এদিন চমক দেয় ইংল্যান্ড। মাত্র দুই মিনিটের মাথায় কিয়েরন ট্রিপিয়েরের পাসে দুরন্ত ফিনিশ দিয়ে ইংল্যান্ডকে ১-০ গোলে এগিয়ে দেন লুক শ। এরপর যেন আরও ইতালিকে চেপে ধরে সাউথগেটের দল। তবে ইতালিও থেমে থাকেনি। বারবার মানচিনির দল আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও ম্যাগুইয়র ও স্টোনসের রক্ষণভেদ করে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় তারা। আর যার ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধে ইতালির আক্রমণ অনেক বেশি ফুটে ওঠে। একের পর এক আক্রমণে নাজেহাল হয়ে যায় ইংল্যান্ডের রক্ষণ। যার ফলে ৬৭ মিনিটে মাথায় লোরেঞ্জো ইনসিগনের কর্নার থেকে মার্কো ভেরাত্তি হেড করেন, যা সেভ করেন জর্ডান পিকফোর্ড, কিন্তু রিবাউন্ড থেকে গোল করে ইতালির হয়ে সমতা ফেরান লিওনার্দো বোনুচ্চি। এরপর ইংল্যান্ড আর ইতালি দুজনেই আক্রমণে ওঠে। কিন্তু নির্ধারিত সময়ে গোলের ব্যবধান বাড়াতে না পাড়ায় খেলা গড়ায় এক্সট্রা টাইমে। কিন্তু এক্সট্রা টাইমে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তুলেছিল দুই দলই। প্রথমার্ধে ইতালি তুললে দ্বিতীয়ার্ধে অবশ্যই ইংল্যান্ড। কিন্তু কোনও দলই গোল করতে পারেনি। যার জেরে খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। আর এখানেই বাজিমাত করে ইতালি। টাইব্রেকার দুরন্ত সেভ করেন ইতালির তরুণ গোলরক্ষক ডোনারুমা। মার্কাস র্যাশফোর্ড, জ্যাডন স্যাঞ্চো আর বুকায়ো সাকার পেনাল্টি মিসে কারণে ৫৩ বছর পর ইউরোপের সর্বশ্রেষ্ঠ দলের খেতাব জিতল ইতালি।
🇮🇹 The moment Italy lifted their second EURO title! 🏆 @azzurri | #ITA | #EURO2020 pic.twitter.com/MVl5tjZoyK
— UEFA EURO (@UEFAEURO) July 11, 2021
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস