ষষ্ঠ উইম্বলডন চ‍্যাম্পিয়ন হয়ে পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন জোকোভিচ

0
2

রবিবার উইম্বলডন ( Wimbledon) চ‍্যাম্পিয়ন হয়ে ২০টি করে গ্র্যান্ড স্ল্যামে মালিক হলেন নোভাক জোকোভিচ( novak djokovic)। এই ক্ষেত্রে এক আসনে জায়গা করে নিলেন রাফায়েল নাদাল(rafael nadal) , রজার ফেডেরার(roger federer) সঙ্গে। তিন জনেরই গ্র‍্যান্ড স্ল‍্যামের সংখ‍্যা দাঁড়াল ২০ টি। ষষ্ঠ উইম্বলডন জিতে টেনিসের দুই মহাতারকা নাদাল এবং ফেডেরার কথাই শোনা গেল জোকারের গলায়। তাদের প্রতি শ্রদ্ধা দেখালেন তিনি।

ম‍্যাচ শেষে জোকোভিচ বলেন,”ওদের দেখেই আমি শিখেছি। ওরা টেনিসের কিংবদন্তি। ফেডেরার, নাদালের বিরুদ্ধে প্রথম প্রথম খেলতে গেলেই হারতাম। তবে পুরোটা বদলে গেল ২০১০-১১ সাল নাগাদ। আমি বুঝতে পারি আমায় আরও শক্তিশালী হতে হবে।”

ফরাসী ওপেন জয়ের পরই উইম্বলডন জয়। একেবারে দুরন্ত গতিতে ছুটছেন জোকোভিচ। তবে এখানেই শেষ নয় এবার লক্ষ‍্য ইউএস ওপেন। বছরের শেষ গ্র‍্যান্ড স্ল্যামে জিতলেই ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে যাবে তাঁর। আর সেই দিকেই লক্ষ‍্য জোকারের।

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক্স। তবে করোনার ভয়ে তিনি জাপানে নাও যেতে পারেন। ম‍্যাচ শেষে জানিয়ে দিলেন জোকার। উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে জোকোভিচ বলেন, “আমাকে এখন অলিম্পিক্স নিয়ে ভাবতে হবে। গত দু’ দিন ধরে যা শুনছি, তাতে এখন আমার অলিম্পিক্সে খেলার সম্ভাবনা ৫০-৫০। কিছু দিন আগে পর্যন্তও মনে হয়েছিল অলিম্পিক্সে নামব। কিন্তু এখন এটা নিয়ে দোলাচলে আছি।”

আরও পড়ুন:ইতালির কাছে ম‍্যাচ হারলেও দলের খেলায় খুশি হ‍্যারি কেন