CBSE দশমের ফল প্রকাশ কি আগামী সপ্তাহেই?

0
4

Central Board of Secondary Education এর দশমের ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামী সপ্তাহের মধ্যেই। এমনটাই জানা যাচ্ছে CBSE সূত্রে। যদিও CBSE-র দশমের ফলাফলের তারিখ এবং সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। CBSE-র পরীক্ষা বিষয়ক আধিকারিক শন্যম ভরদ্বাজ জুন মাসে জানিয়েছিলেন, দশম শ্রেণির ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে। ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশের ফল প্রকাশিত হতে পারে।

২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী CBSE দশমের রেজাল্টের অপেক্ষায়। ঘোষণা হওয়ার পরে cbseresults.nic.in, cbse.nic.in, cbse.gov.in এবং DigiLocker website ও app-এ পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।

আরও পড়ুন-মেঘভাঙা বৃষ্টিতে ধর্মশালায় ভেসে গেল বাড়ি-গাড়ি-হোটেল, আটকে পর্যটকরা

করোনা অতিমারীতে এবার সিবিএসই CBSE শ্রেণির পরীক্ষা হয়নি। পরীক্ষার্থীদের মূল্যায়ণের ভিত্তিতে ফল প্রকাশিত হতে চলেছে। ২০২০ থেকেই করোনা-কারণে বন্ধ স্কুল। অনলাইনে ক্লাস চলছে। এবার করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে বেশিরভাগ রাজ্য এবং কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষা বাতিল করা হয়েছে। পশ্চিমবঙ্গেও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। CBSE-র মতোই মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও মূল্যায়ণের ভিত্তিতে ফল প্রকাশিত হচ্ছে।

advt