ভর সন্ধ্যায় তৃণমূল (TMC) নেতাকে লক্ষ্য করে গুলি। ঘটনাটি ঘটেছে মালদহের শোভানগর এলাকায়। গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম নেপাল চৌধুরী (৫২)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। তৃণমূল নেতার ওপর গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, আহত নেপাল চৌধুরী মালদা জেলার ইংরেজবাজার থানা এলকার শোভানগরের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। গুলি লাগার পর আহত নেপাল চৌধুরীকে প্রথমে মিল্কি গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে মালদা মেডিকেল কলেজে আনা হয়েছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে। কী কারণে গুলি চলল, তার তদন্ত করছে ইংরেজবাজার থানার পুলিশ।
আরও পড়ুন- সাপে কামড়ানোর পর রাতভর ওঝার ঝাড়ফুঁক! বিনা চিকিৎসায় মৃত্যু





































































































































